মুসলিম সম্প্রদায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। এটি মুসলমানদের জন্য হারাম নয়। তবে ক্রিপ্টোকারেন্সির ব্যাবহারে মুসলিমদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে রাশিয়ান কাউন্সিল অফ ওলেমা।
রুশ সংবাদমাধ্যম আরটি’র তথ্য অনুসারে, গতকাল (২২ ডিসেম্বর) স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার মস্কোর আলেমদের সংস্থা রাশিয়ান কাউন্সিল অফ ওলেমার মুফতি ইলদার আলিয়াউতদিনভ একটি ডিক্রি গ্রহণের কথা নিশ্চিত করেছেন। যেখানে মুসলমানদের নির্দিষ্ট পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সি প্রচার এবং বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
ওলামা কাউন্সিল হলো রাশিয়ান মুসলিম সম্প্রদায়ের আলেমদের একটি সংস্থা। সংস্থাটির ২০২৩ সালের শেষ বৈঠকে ইসলামী আইন এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং, পারিবারিক আইন এবং ব্লকচেইনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই সময় সংস্থাটি ইন্টারনেট প্রযুক্তির বিকাশকে সমর্থন করে।
মুফতি ইলদার আলিয়াউতদিনভ বলেন, প্রযুক্তি মানুষের জীবনমানকে উন্নতির দিকে পরিচালিত করে। এই কারণেই তারা ক্রিপ্টোকারেন্সির প্রচলন এবং বিনিয়োগের অনুমতির পক্ষে রায় দিয়েছেন। তবে বেশ কয়েকটি প্রয়োজনীয়তা সাপেক্ষে। অনুমোদনযোগ্য হওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি অবশ্যই একটি পণ্য, মুদ্রা বা আর্থিক সম্পদ হতে হবে, তিনি ব্যাখ্যা করেছেন।
মুসলিম আইনে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কিত। কিছু আলেম এর ব্যবহার অনুমোদন করেন, যেহেতু এটি সুদ তৈরি করে না। আবার কিছু আলেম এর বিরোধিতা করেছে কারণ, তারা মনে করছেন এটি জুয়ার সমান। সুদ এবং জুয়ার বিষয়টি ইসলামিক শরিয়া অনুযায়ী হারাম বা নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়।
আলিয়াউতদিনভ জানান, ইতিমধ্যেই জার্মানি, তুরস্ক, জর্ডান এবং মিশরের ইসলামিক বিশেষজ্ঞগণ মুসলিমদের ক্রিপ্টোকারেন্সি প্রচার এবং বিনিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দেশগুলোর আলেমদের পরামর্শ দিয়েছেন।