কোহলির সেঞ্চুরিতে হেসেখেলে পাকিস্তানকে হারাল ভারত

কোহলির সেঞ্চুরিতে হেসেখেলে পাকিস্তানকে হারাল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫

১১১ বলে ১০০* রান করেছেন বিরাট কোহলি

খুশদিল শাহর ফুল লেংথে পিচ করা বলটা এগিয়ে এসে এক্সট্রা কভার দিয়ে তুলে মারলেন বিরাট কোহলি। ছয়ের জন্য মেরেছিলেন, হলো চার। তাতেও ক্ষতি নেই। বলটা বাউন্ডারি লাইন পার হতে হতেই হেলমেট খুলে ফেললেন কোহলি, পূর্ণ হলো ৫১তম ওয়ানডে সেঞ্চুরি। এরচেয়ে বড় ব্যাপার সেঞ্চুরি পূর্ণ করা এই চারেই ম্যাচ জিতেছে ভারত। আজ (রবিবার) দুবাইয়ের ভরপুর গ্যালারিতে পাকিস্তানের দেয়া ২৪২ রানের লক্ষ্য ৪২.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই টপকে গেল ভারত। একইসাথে সেমিফাইনালও নিশ্চিত প্রায়।

কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৫ বল হাতে রেখে পাওয়া এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি দেখায় এখন সমতায় ফিরল ভারত। এই ওয়ানডে টুর্নামেন্টে ৬ বারের দেখায় ৩টি করে ম্যাচ জিতেছে দুই দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ারপ্লে শেষ হতে হতেই বিপদ বাড়ে পাকিস্তানের। ৪৭ রানেই পড়ে প্রথম দুই উইকেট। সেখান থেকে ১০৪ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। কিন্তু তাদের ধীরগতির ব্যাটিং আর ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুতে সম্ভাবনা থাকার পরেও বড় স্কোর পায়নি পাকিস্তান। শেষদিকে খুশদিলের ইনিংসের সাথে নাসিম শাহ-হারিস রউফের পাওয়ার হিটিংয়ে সবকয়টি উইকেট হারিয়ে ২৪১ রান পর্যন্ত যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান শিরোপাধারীরা।

মাঝারি এই লক্ষ্য তাড়ায় নেমে আজও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন অধিনায়ক রোহিত শর্মা। তিন চার ও এক ছক্কায় ১৫ বলে তুলেন ২২ রান। শাহীন শাহ আফ্রিদির দারুণ ইয়র্কারে বোল্ড হওয়ার আগের বলেই দুর্দান্ত এক লফটেড ড্রাইভে চার মেরেছিলেন রোহিত। অবশ্য  রোহিতের বিদায়েও খুব একটা ছন্দপতন হয়নি ভারতের রান তোলার গতিতে। কোহলিকে অপর প্রান্তে দর্শক বানিয়ে শুবমান গিল খেলেন একের পর এক শট।

ফুল লেংথ বলে দর্শনীয় স্ট্রেইট ড্রাইভ, গায়ের ওপর উঠে আসা বলে শর্ট আর্ম জ্যাব  কিংবা বাইরের বলগুলোতে কভার ড্রাইভে দেখিয়েছেন মুন্সিয়ানা। শটের পসরা সাজিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজ বোল্ড হয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদের দারুণ একটা টার্নিং ডেলিভারিতে পরাস্ত হয়ে। ক্যারম বল ধরনের সেই ডেলিভারিতে লাইন মিস করে বসেন গিল, ৫২ বলে সাত চারে ৪৬ রান করেন এই ডানহাতি ব্যাটার।

এরপর চারে নামা শ্রেয়াস আইয়ারের সাথে ১১৪ রানের জুটিতেই মূলত ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেন কোহলি। এই জুটির পথেই ২১তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন আইয়ার। স্ট্রাইক রোটেশন আর বাউন্ডারি আদায় করে ৬৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৬ রানে খুশদিলের বলে ইমামের হাতে ক্যাচ দেন তিনি।

আগ্রাসী ব্যাটার হার্দিক পান্ডিয়া আসার পর অবশ্য মনে হচ্ছিল কোহলি বোধহয় সেঞ্চুরিটা পাবেন না। তবে শাহীন আফ্রিদির বাউন্সারে ফিরতে হয় তাকে। অক্ষরকে নিয়ে শেষটা করেছেন কোহলি। ১১১ বলে ছোঁয়া এই সেঞ্চুরিতে চারের মার ছিল মাত্র সাতটি। সিংগেল-ডাবসলেই বেশি মনোযোগ ছিল তার। শেষ বলে চার মেরে সেঞ্চুরি করেছেন, দলকেও জিতিয়েছেন। একইদিনে ছুঁয়েছেন দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রানের মাইলফলক। মাঠ ছেড়েছেন তাই বিশাল তৃপ্তি নিয়ে।

দুই উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, একটি করে উইকেট পেয়েছেন আবরার আহমেদ ও খুশদিল শাহ।

এর আগে ব্যাট করতে নেমে দশ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে শত রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তুলনামূলক ধীরগতির সেই জুটি ১০৪ রান পৌঁছাতেই যেন মড়ক লাগে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে।

যদিও শতক পেরোনো জুটির পর রিজওয়ান জীবন পেয়েছেন হার্শিতের হাতে ক্যাচ দিয়ে, তবুও সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। অক্ষর প্যাটেলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার। ৭৭ বলে ৪৬ রান করেন রিজওয়ান।

চতুর্থ ফিফটি ছোঁয়া শাকিলও জীবন পেয়েছেন অক্ষরের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে। তবে এই বাঁহাতি ব্যাটারও ইনিংস বেশি দূর টেনে নিতে পারেননি। হার্দিকের বলে পুল করে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬২ রান।

মিডল অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। তৈয়ব তাহির বোল্ড হয়েছেন রবীন্দ্র জাদেজার সোজা বলে। সালমান আঘা আউট হয়েছেন কুলদীপকে তুলে মারতে গিয়ে। পরের বলেই এলবিডব্লিউ হন শাহীন শাহ আফ্রিদি। যদিও হ্যাট্ট্রিকের সুযোগ থাকার পরেও সেটা করতে পারেননি কুলদীপ। বলটা ঠেকিয়ে দেন নাসিম শাহ।

শেষদিকে লড়াই যা করেছেন এক খুশদিল শাহই। হার্শিতের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে দুই ছক্কায় ৩৯ বলে ৩৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ, হার্দিকের শিকার দুটি।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
বিরাট কোহলি
ভারত-পাকিস্তান

Scroll to Top