জনপ্রিয় জিন-এডিটিং প্রযুক্তি ক্লাস্টারড রেগুলারলি ইন্টারস্পেসড সর্ট প্যালিনড্রোমিক রিপিটস (সিআরআইএসপিআর) ব্যবহার করে সংক্রামিত কোষ থেকে এইচআইভি নির্মূল করতে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল মেডিকেল কনফারেন্সে তাদের গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরে এই তথ্য নিশ্চিত করেছেন।
জিন-এডিটিং প্রযুক্তির সাহায্যে কোষের আণবিক স্তরে অনেকটা কাঁচির মতো করে ডিএনএকে কেটে ফেলা যায়। তাই এই প্রযুক্তির সাহায্যেই কোষের আক্রান্ত অংশ অপসারণ করেছেন বিজ্ঞানীরা।
তারা আশা করছেন, এভাবে শরীরকে সম্পূর্ণরূপে ভাইরাস থেকে মুক্ত করা যাবে। কারণ প্রচলিত এইচআইভি মেডিসিনগুলো ভাইরাস ঠেকাতে পারে কিন্তু নির্মূল করতে পারে না।
তবে এই চিকিৎসা কার্যকর করতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন উল্লেখ করে বিজ্ঞানীরা জানান, তাদের এই কাজটি কেবল তারা যা ধারণা করেছিলেন তার প্রমাণ। এভাবে খুব শীঘ্রই এইচআইভি নিরাময় করা সম্ভব হবে না।