কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সারা সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটছে এবং ইতোমধ্যে ছয়জন প্রাণ হারিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ছাত্রলীগ সমর্থকদের সহিংস আক্রমণের নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। শিল্পীরাও সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছেন। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে মন্তব্য করেছেন।
সম্পর্কিত
মেহজাবীন তার ভেরিফায়েড ফ্যান পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ছোটবেলা থেকেই তিনি জেনেছেন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র নারীর প্রতি সহিংসতা সমর্থন করে না। তিনি বলেছেন, আমাদের ধর্মগ্রন্থ কুরআনেও নারীদের প্রতি সদ্ব্যবহারের কথা বলা হয়েছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, গণমাধ্যমে নারীদের প্রতি সহিংসতার মর্মান্তিক চিত্র দেখে তিনি মর্মাহত। একজন বা দুইজন নয়, অসংখ্য নারীর উপর হামলার ভিডিও দেখে তিনি দুঃখিত। তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা কোনো যুক্তির অজুহাতে মেনে নেওয়া যায় না।
মেহজাবীন আরও বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছিল, কোটা সংস্কারের দাবী তুলেছিল, যা গণতান্ত্রিক দেশে স্বাভাবিক। কিন্তু নারীর গায়ে হাত তোলা এবং সম্ভাবনাময় তরুণদের হত্যা করা কোনোভাবেই সভ্যতার লক্ষণ নয়।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি হয়তো একদিন স্বাভাবিক হবে, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে, যে পরিবারের মুখের হাসি হারিয়ে গেছে, সেই শূন্যতা পূরণ করা যাবে না। ইতিহাস সাক্ষী, শক্তি প্রয়োগ করে ছাত্র সমাজের ওপর চড়াও হয়ে কখনো কিছু অর্জন করা যায়নি।
মেহজাবীন বলেন, স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আমরা সবসময় শ্রদ্ধা করি, কিন্তু আজকের বাংলাদেশে নিজের মনের ভাব প্রকাশ করা যাবে না, অধিকারের দাবী তোলা যাবে না, এমন বাংলাদেশ কি মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন?
তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশ্নপত্র ফাঁস থেকে দুর্নীতি-প্রায় সব ইস্যুতেই আমরা চুপ থাকি। কিন্তু কোটা সংস্কার ইস্যুতে আমরা সোচ্চার। কারণ এটি এখন সময়ের দাবী।
মেহজাবীন বলেন, ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে কোটা সংস্কার করা উচিত। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, যেন শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়া হয়।