কেরেম শালোম ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

কেরেম শালোম ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দক্ষিণ গাজায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর পাঠানো পানি, খাবার ও ওষুধ পৌঁছাতে কেরেম শালোম ক্রসিং আবারও খুলে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে মিশর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো সাহায্য সীমান্তে পৌঁছাতে শুরু করেছে।

বুধবার ৮ মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহতের পর থেকে গত চার দিন বন্ধ ছিল কেরেম শালোম সীমান্ত।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো খাদ্য, খাবার পানি, আশ্রয়ের সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীসহ মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো মিশর থেকে ইতিমধ্যেই ক্রসিংয়ে পৌঁছেছে।’

কেরেম শালোম গাজায় সাহায্য পাঠানোর প্রধান প্রবেশদ্বার। রোববার রাফাহ ক্রসিং এলাকা থেকে হামাসের ছোঁড়া রকেট হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে এটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। সেই দিন থেকে বন্ধ করে দেয়া হয় সীমান্ত।

Scroll to Top