কূটনীতিতে হঠকারিতার কোন সুযোগ নেই: মাহফুজ আলম | চ্যানেল আই অনলাইন

কূটনীতিতে হঠকারিতার কোন সুযোগ নেই: মাহফুজ আলম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের স্বার্থে সব রাষ্ট্রের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্র নীতি নিয়ে সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি বদলাতে না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।

মাহফুজ আলম বলেন, কোনো দলের নয় বাংলাদেশের মুখপাত্র হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো দলকে প্রতিনিধিত্ব করবে না।

GOVT

পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা ও বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিকদের এই সংলাপে আরও যোগ দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

Shoroter Joba

Scroll to Top