কিশোর তৌহিদুল হত্যা মামলা তদন্তের দায়িত্ব পাচ্ছে ডিবি

কিশোর তৌহিদুল হত্যা মামলা তদন্তের দায়িত্ব পাচ্ছে ডিবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কিশোর তৌহিদুল ইসলাম হত্যা মামলার তদন্তের দায়িত্ব থানা থেকে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত চিঠি ভাটারা থানায় পাঠানো হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন, তৌহিদুল ইসলাম হত্যা মামলার তদন্তভার ভাটারা থানা থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্তের আদেশপত্র আজ তিনি হাতে পেয়েছেন। আগামীকাল বুধবার মামলাটির নথিপত্র ডিবির কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে।

Scroll to Top