কিউইদের ১৮০ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

কিউইদের ১৮০ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

টপ নিউজ

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা ভেস্তে গেছে। তৃতীয় দিনেও খেলা শুরু হয়েছে অনেক পরে। তবে বিলম্বের পর খেলা শুরু হতেই বোলিং ঝলক অব্যাহত রেখেছে বাংলাদেশ। স্পিনার নাঈম হাসান শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছেন। নতুন বলে দ্রুত উইকেট তুলে নিতে পেরেছেন তরুণ পেসার শরিফুল ইসলামও। সব মিলিয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ১৮০ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

মিরপুর টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছিল ১৭২ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে ৮ রানের লিড পেল নিউজিল্যান্ড। টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। পরে দ্বিতীয় দিনের পুরোটা গেছে বৃষ্টির পেটে। আজ তৃতীয় দিনে অনেকটা পরে খেলা শুরু হলে শেষ পর্যন্ত ১৮০ পর্যন্ত যেতে পারল নিউজিল্যান্ড।

শুক্রবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি এবং ভেজা আউট ফিল্ডের কারণে নির্ধারিত সময়ের খেলা শুরু হয়নি। প্রথম সেশনের পুরোটা গেছে বৃষ্টির পেটে। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে স্পিনার নাঈম হাসান পরপর দু্ই উইকেট তুলে নেন।

দারুণ খেলতে থাকা ড্যারিল মিচেলকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান নাঈম। ফেরার আগে ১৮ রান করেছেন ড্যারিল। এরপর নতুন ব্যাটার মিচেল স্যান্টনারকে দাঁড়াতেই দেননি নাঈম। মাত্র ১ রান করা স্যান্টনারকেও নাজমুলের ক্যাচ বানান নাঈম।

৯৭ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। তখন মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি লিড পেতে যাচ্ছে। কিন্তু গ্লেন ফিলিপস সেটা হতে দেননি। রীতিমতো টি-টোয়েন্টি গতিতে রান তুলেছেন কিউই অলরাউন্ডার। ৭২ বল খেলে ৯টি চার ৪টি ছয়ে ৮৭ রান করেন ফিলিপস।

২৮ বলে ২০ রান করে কাইল জেমিসন শেষ দিকে তাকে ভালো সঙ্গই দিয়েছেন। শেষ পর্যন্ত ১৮০ রানে থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

সারাবাংলা/এসএইচএস

Scroll to Top