কারাবন্দি নবী উল্লাহর বাসায় আব্দুস সালাম – DesheBideshe

কারাবন্দি নবী উল্লাহর বাসায় আব্দুস সালাম – DesheBideshe

ঢাকা, ১৫ মার্চ – কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী’র বাসায় গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপি নেতারা।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যার পর নেতারা নবীর যাত্রাবাড়ী নবীনগরস্থ বাসভবনে যান।

এসময় নবীর অসুস্থ সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সালাম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, সদস্য জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামান, খোরশেদ আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, আতিকুল হকসহ প্রমূখ নেতৃবৃন্দ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫মার্চ ২০২৪

Scroll to Top