ঢাকা, ০২ অক্টোবর – হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন।
এদিন আসামি নাসেরকে বিএনপি কর্মী মকবুল হত্যা এবং মেজবাহকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাসের চার দিন এবং মেজবাহের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার দিনগত রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর দুর্বৃত্তরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করেন। তারা বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এসময় মকবুল নামে এক বিএনপিকর্মী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাক দেয় বিএনপি। ওইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির সমাবেশে হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ অক্টোবর ২০২৪