কানাডার ভিসা বাতিলের পরিকল্পনা, ভারতীয়দের ওপর বাড়তি নজর | চ্যানেল আই অনলাইন

কানাডার ভিসা বাতিলের পরিকল্পনা, ভারতীয়দের ওপর বাড়তি নজর | চ্যানেল আই অনলাইন

কানাডা সরকার বিদেশি ভিসা বাতিলের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে একযোগে বিভিন্ন দেশের ভিসা বাতিল করা যাবে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের ভিসা আবেদনকারীদের ওপর এই পদক্ষেপের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি নিউজ জানিয়েছে , কানাডার ইমিগ্রেশন, রিফিউজিজ ও সিটিজেনশিপ (আইআরসিসি), কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর একটি যৌথ দল ভারত ও বাংলাদেশের ভিসা আবেদনের ক্ষেত্রে প্রতারণা চিহ্নিত করতে কাজ করছে।

কানাডার সরকার এই আইন বিশেষ পরিস্থিতিতে যেমন মহামারি বা যুদ্ধকালীন সময়ে প্রয়োগের পরিকল্পনা করছে। তবে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মানবাধিকার সংগঠন। তারা সতর্ক করেছেন, এটি একটি “মাস ডিপোর্টেশন মেশিন” তৈরির সুযোগ হতে পারে।

এদিকে, ২০২৪ সালে ভারতের শিক্ষার্থী আবেদনকারীদের ভিসা বাতিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে—আগস্টে প্রায় ৭৪% ভারতীয় আবেদনকারীরই ভিসা বাতিল করা হয়েছে। এতে ভারতীয় শিক্ষার্থী ও ভিজিটরদের প্রতি কানাডার কঠোর দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছে।

কানাডা সরকার এই আইন দ্রুত চালু করার চেষ্টা করছে।

Scroll to Top