এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কাজাখস্তানের আকতাউ শহরে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এনডিটিভি জানিয়েছে, বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ২৮ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১১ বছর বয়সী এক মেয়ে এবং ১৬ বছরের এক কিশোর।
৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিগামী উড়োজাহাজটি আকস্মিকভাবে গন্তব্য পরিবর্তন করে আকতাউ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়। উড়োজাহাজটি আকতাউ বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্লেনটি পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেলে একটি ইঞ্জিন ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পাইলটরা উচ্চতা ও গতি পুনরুদ্ধারের চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়।

ঘটনার পরপরই কাজাখস্তানের জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, আহতদের মধ্যে অনেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন। উদ্ধার হওয়া একজন বৃদ্ধকে মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থায় হাঁটতে দেখা যায়।

কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের এবং ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।
দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার সফর সংক্ষিপ্ত করেন। ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।