ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ার এখনো বিনিয়োগকারীদের কাছে আস্থাভাজন হতে পারেনি। শুক্রবার কোম্পানির পর্ষদে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে ভোটাভুটির পর কোম্পানিটির শেয়ারদর প্রায় ১৪ শতাংশ কমে গেছে। ফলে ভবিষ্যতে ট্রাম্প ঠিক কত দরে নিজের শেয়ার বিক্রি করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।
নতুন কোম্পানিটি ডিজেটি নামে শেয়ারবাজারে নিবন্ধিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে লেনদেন শুরু করতে পারবে কোম্পানিটি।
একীভূত এই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে এর প্রতিটি শেয়ারের দাম ৪০ ডলার। এই হিসাবে ট্রাম্পের কাছে থাকা শেয়ারের মোট দাম ৩০০ কোটি ডলারের বেশি।
এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য সুখবর। তবে আপাতত স্বস্তি পাচ্ছেন না তিনি; কারণ, এই শেয়ার এখনই বিক্রি করা যাবে না। গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের আদালত ট্রাম্পকে ৪৬ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছিলেন, সেই জরিমানা পরিশোধেও এই অর্থ ব্যবহার করতে পারবেন না তিনি। অথচ এই অর্থ পরিশোধের শেষ সময় কাল সোমবার। কিন্তু কোনো নিশ্চয়তা প্রদানকারী কোম্পানি এই অর্থ পরিশোধের বিষয়ে ট্রাম্পকে সহায়তা করতে রাজি হয়নি। এখন পর্যন্ত ৩০টি কোম্পানি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।