কলেজগুলোর বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি কতটা বাস্তবসম্মত

কলেজগুলোর বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি কতটা বাস্তবসম্মত

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ৫৫টি পাবলিক, ১১৪টি বেসরকারি এবং ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর—চারটি বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ দ্বারা পরিচালিত অর্থাৎ স্বায়ত্তশাসিত। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন সময়ে সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আবার সাধারণ এবং বিশেষায়িত এ রকম ভাগে ভাগ করা যায়। যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর হলো সাধারণ বিশ্ববিদ্যালয়। অপর দিকে শাহজালাল, নোয়াখালী, পটুয়াখালী, টাঙ্গাইল ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে।

এসবের পাশাপাশি রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। যেমন বুয়েট, ডুয়েট, রুয়েট ইত্যাদি। এ ছাড়া রয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এদের কোনোটির বয়স শতবর্ষ, আবার কোনো কোনোটি একেবারেই নতুন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত বাজারের চাহিদা অনুযায়ী বিভাগ খোলে এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্রছাত্রী ও শিক্ষকসংখ্যা, বিভিন্ন বিভাগ এবং বিষয় বা প্রোগ্রামের বৈচিত্র্য, জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে অবদান, বাজেট, ভৌত অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভূমিকার পার্থক্য রয়েছে।

Scroll to Top