কলা কিনতে খরচ ৪৮ লাখ টাকা, বিসিসিআইকে আদালতের নোটিশ

কলা কিনতে খরচ ৪৮ লাখ টাকা, বিসিসিআইকে আদালতের নোটিশ

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, উত্তরাখন্ড হাইকোর্টে পিটিশনকারীরা অভিযোগ করেন যে ১২ কোটি রুপির মধ্যে ৩৫ লাখ রুপি শুধু রাজ্যের খেলোয়াড়দের জন্য কলা কিনতে খরচ করা হয়েছে। বিচারপতি মনোজ কুমার তিওয়ারির একক বেঞ্চে সঞ্জয় রাওয়াত ও অন্যদের দায়ের করা একাধিক পিটিশনের ওপর এই শুনানি চলছে।

আদালত বোর্ড–প্রদত্ত অর্থের অনিয়ম–সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি উল্লেখ করেন, সিএইউ যে তহবিল অপব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে, তার বড় অংশই এসেছে বিসিসিআই থেকে। আদালত বিসিসিআইকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন। পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

Scroll to Top