কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর – DesheBideshe

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর – DesheBideshe

বোগোতা, ১২ জানুয়ারি – কলম্বিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় পপ সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১০ জানুয়ারি) দেশটির মধ্য-পূর্বাঞ্চলীয় বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ব্যক্তিগত বিমানে করে মেডেলিন শহরে যাচ্ছিলেন ইয়েসন জিমেনেজ। পথে পাইপা শহরের কাছে পৌঁছালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। রোববার (১১ জানুয়ারি) রাতে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার আগে বিমানটি রানওয়েতে ধীরে চলছিল। তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি।

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিমান ও পরিবহন অধিদপ্তর ইতোমধ্যে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ইয়েসন জিমেনেজের মৃত্যুতে কলম্বিয়ার সংগীত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



Scroll to Top