কলকাতায় নির্মাণাধীন ভবন ভেঙে বহু হতাহত, চলছে উদ্ধার কাজ | চ্যানেল আই অনলাইন

কলকাতায় নির্মাণাধীন ভবন ভেঙে বহু হতাহত, চলছে উদ্ধার কাজ | চ্যানেল আই অনলাইন

গার্ডেনরিচে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ বহুতল ভবন। নির্মীয়মাণ পাঁচ তলা ভবনটি আশপাশের বেশ কিছু ঝুপড়ির উপর পড়ে। এতে এখন পর্যন্ত দু’জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এছাড়াও আহত উদ্ধার হয়েছে অন্তত ১৫ জন। এখনও চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী একাধিক দল।

সোমবার ১৮ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতে কলকাতা পৌরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেনিরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নির্মীয়মাণ পাঁচ তলা বাড়িটির আশপাশে বেশ কিছু ঝুপড়ি রয়েছে। সেগুলোর উপর ভেঙে পড়েছে বহুতলটি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এলাকার মেয়র ফিরহাদ হাকিম। রয়েছেন মন্ত্রী সুজিত বসু।

ফিরহাদ জানান, এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে এবং একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের নাম সাম বেগম এবং হাসিনা খাতুন।

মেয়র, মন্ত্রী ছাড়াও নগরপাল বিনীত গয়াল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গার্ডেনরিচ থানার অন্তর্গত ওই এলাকায় বেশ কিছু দিন ধরে বহুতলটিতে নির্মাণ কাজ চলছিল। রোববার রাত ১২টার দিকে বিকট শব্দ করে সেটি পাশের একটি টালির বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কংক্রিটের চাঁই ছড়িয়ে রয়েছে চারিদিকে। সেই ধ্বংসস্তূপ নীচে কেউ আটকে রয়েছেন কি-না তার খোঁজ চলছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। আশপাশের বাড়ি এবং বহুতল থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। এই দুর্ঘটনায় ভেঙে পড়া বহুতলটি সংলগ্ন অপর একটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দলের আশঙ্কা ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকতে পারেন। ঝুপড়ি ঘরগুলোতে মোট কত জন ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি এখনও। গ্যাস কাটারের সাহায্যে কংক্রিটের চাঁই কেটে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

Scroll to Top