এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে নতুন বছরের উপহার পাঠিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির। তিনি এ সংক্রান্ত একটি ছবি তার ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।
তিনি সেখানে লেখেছেন: বাংলাদেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রমকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে নতুন বছরের উপহার প্রদান করা হয়েছে।
‘‘আজ বিকেলে পীর সাহেব চরমোনাই’র পক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির জনাব ড.কর্নেল অলি আহমেদ বীরবিক্রম এর বাসভবনে উপস্থিত হয়ে পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে দেয়া উপহার তুলে দেন।’’
‘‘ড.কর্নেল অলি আহমেদ এসময় পীর সাহেব চরমোনাইকে তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।’’
চরমোনাই পীরের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমেদকে কী উপহার দেওয়া হয়েছে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে শহীদুল ইসলাম কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন: নতুন বছর উপলক্ষে পীর সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি ডায়েরি দেওয়া হয়েছে।
রাজপথের রাজনীতি নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান: আমি পীর সাহেবের নতুন বছরের শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে গিয়েছিলাম। আমার সঙ্গে রাজনৈতিক কোন আলোচনা হয়নি। রাজনৈতিক কোন আলোচনা হলে তা পীর সাহেবের সঙ্গে হবে। এ বিষয়ে আমার কিছু জানা নেই।