করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭ | চ্যানেল আই অনলাইন

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সারা দেশে নতুন করে ২৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। মৃত ব্যক্তি ৭১ থেকে ৮০ বছর বয়সী নারী। তিনি সিলেটের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০৯ জন।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনে ঠেকেছে।

Scroll to Top