করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে গত ২৪ ঘন্টায় ২৯১টি নমুনা পরীক্ষায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (১৪ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে ৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৫০৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জন।

সবশেষ গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

Scroll to Top