করোনামুক্ত ২৪ ঘণ্টা, শনাক্ত-মৃত্যু ‘শূন্য’

করোনামুক্ত ২৪ ঘণ্টা, শনাক্ত-মৃত্যু ‘শূন্য’

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি এবং এই সময়ে করোনায় কারো মৃত্যুও হয়নি। শনাক্ত ও মৃত্যু উভয়ই শূন্যে নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা সংগ্রহ করা হলেও কারও দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি এবং এ সময়ে করোনায় মারা যায়নি কেউ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত যায়নি। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৫৮ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৭ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Scroll to Top