কম বয়সীদের মধ্যেও অকস্মাৎ মৃত্যুর হার বেড়ে গেছে কেন

কম বয়সীদের মধ্যেও অকস্মাৎ মৃত্যুর হার বেড়ে গেছে কেন

হৃদ্‌যন্ত্রের যেসব সমস্যায় হঠাৎ মৃত্যু ঘটতে পারে, তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বজনীন সমস্যাটি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যাকে আমরা হার্ট অ্যাটাক নামেই চিনি। হার্টের রক্তবাহী ধমনিতে প্রতিবন্ধকতা থাকলে তা থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে মাংসপেশির ক্ষতি হয়, যার কারণে হৃৎপিণ্ডের কার্যকলাপ আকস্মিকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ঘটে অকস্মাৎ মৃত্যু। এ ছাড়া হার্ট অ্যাটাক হলে হৃদ্‌যন্ত্রের নিয়মিত ছন্দ হঠাৎ করেই অনিয়মিত হয়ে যেতে পারে, যা অ্যারিদমিয়া নামে পরিচিত। মারাত্মক রকম অ্যারিদমিয়া হলে তাৎক্ষণিক মৃত্যু ঘটার আশংকা বেড়ে যায়। এ ছাড়া হৃদ্‌যন্ত্রের কিছু জন্মগত ত্রুটি, ছন্দজনিত সমস্যা, হৃৎপিণ্ডের মাংসপেশির কিছু রোগ; যেমন কার্ডিওমায়োপ্যাথি, হার্টের ভালভের সমস্যা, ইত্যাদি কারণেও হতে পারে আকস্মিক মৃত্যু।

Scroll to Top