কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার নিয়ম | চ্যানেল আই অনলাইন

কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার নিয়ম | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়া চলতি সপ্তাহেই বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি জারি করতে যাচ্ছে। দেশটিতে অভিবাসীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে দেশটি। 

দ্য ইকোনোমিক টাইম জানিয়েছে, নতুন নীতিতে শিক্ষার্থীদের ভিসার জন্য ইংরেজি ভাষার দক্ষতার মান বাড়ানো হবে। এছাড়া নিয়ম ভঙ্গ করলে এডুকেশন প্রোভাইডারদের (যারা পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থী পাঠায়) বরখাস্ত করার ক্ষমতা থাকবে সরকারের কাছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, আমরা আগের চলে আসা ব্যবস্থাকে ঠিক করার জন্য অভিবাসন নীতিতে পরিবর্তন আনছি। আমাদের এ পদক্ষেপ অভিবাসীর সংখ্যা কমাতে সাহায্য করবে।

অস্ট্রেলিয়া এখন থেকে প্রকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। এ জন্য ‘জেনুইন স্টুডেন্ট টেস্ট’ নামের ব্যবস্থা চালু করা হবে। এছাড়া এখন থেকে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসায় ‘নো ফারদার স্টে’ শর্ত জুড়ে দেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির সময় স্টুডেন্ট ভিসায় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কোনো শিক্ষার্থী বা অভিবাসী অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। এতে স্থানীয় ব্যবসায় কর্মী সংকট দেখা দেয়। ফলে ২০২২ সালে ভিসা সহজ করে অস্ট্রেলিয়া। ফলে অভিবাসীদের সংখ্যা দ্রুত বেড়ে যায়। তবে বর্তমান সরকার অভিবাসীদের স্রোতে লাগাম টানতে চায়।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অভিবাসীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৮০০। যেখানে জুন মাসে ছিল ৫ লাখ ১৮ হাজার।

Scroll to Top