ওসমান হাদির মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক

ওসমান হাদির মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক

বিবৃতিতে বলা হয়, পরাজিত ও পলাতক গোষ্ঠীর উসকানিতে গত বৃহস্পতিবার রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও কূটনীতিকের বাসভবনে হামলা হয়েছে। দেশবরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবীরকে নাজেহাল করা হয়েছে। বিবৃতিতে এসব ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জোটের নেতারা দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্য ধারণের এবং খুনি, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

Scroll to Top