ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে অবৈধ টাকার খেলা বন্ধ করতে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি এক অভিযান চালিয়ে ২ কোটি ৫৪ লক্ষ রুপি (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) জব্দ করেছে। আর এই অর্থের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে ওয়াশিং মেশিনের ভিতর থেকে। ধারণা করা হয়, ওয়াশিং মেশিনের মাধ্যমে টাকা পাচার করা হত সিঙ্গাপুরে। পরে সেই কালো টাকা সিঙ্গাপুরে বৈধভাবে ব্যবহার হত।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েকদিন ধরেই দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা এবং হরিয়ানার কুরুক্ষেত্রের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে ওয়াশিং মেশিনে রাখা নগদ অর্থ কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল তা নিয়ে কিছু জানানো হয়নি।
ইডির কাছে তথ্য ছিল যে, ওই সংস্থাগুলোর বিদেশি কিছু সংস্থার সঙ্গে ১৮০০ কোটি রুপির অবৈধ লেনদেন করেছিল। এই লেনদেনগুলো নেহা মেটালস, অমিত স্টিল ট্রেডার্স, ট্রিপল এম মেটাল অ্যান্ড অ্যালয় এবং এইচএমএস মেটালের মতো সংস্থাগুলোর সাহায্যে করা হয়েছিল।
ইডির পক্ষ থেকে জানানো হয়, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড’ এবং তার পরিচালক বিজয়কুমার শুক্ল এবং সঞ্জয় গোস্বামীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়াও আরও একাধিক সংস্থা এবং ওই সংস্থাগুলোর পরিচালকদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইসও জব্দ করা হয়েছে। এছাড়াও ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে, যা ব্যবহার করে টাকা পাচার করা হত বলে ধারণা করা হচ্ছে।