তবে গত দুই দিন দিনের বেলায় চট্টগ্রামে যে রকম গরম পড়ছে, সেটা একটা সমস্যা হলেও হতে পারে। আর তা হলে রোজার মধ্যে বাংলাদেশ দলই হয়তো বেশি ভুগবে। তবে ‘ফাইনালের’ আগে চোটের ধাক্কা দুই দলের স্বস্তিতেই কিছুটা চিড় ধরিয়েছে।
বিশেষ করে তানজিমকে হারানোটা বাংলাদেশের জন্য বড় ক্ষতিই। প্রথম ওয়ানডেতে তাঁর ৩ উইকেটই ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছিল। চট্টগ্রামের উইকেটে স্পিনারদের জন্য বিশেষ কিছু নেই বলে এখানে বোলিংয়ে পেস আক্রমণই মূল ভরসা। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম তাঁদের কাজটা ভালোভাবে করছিলেনও। এর মধ্যেই এল তানজিমকে হারানোর ধাক্কা।
সিরিজের প্রথম ওয়ানডেতেই তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল। নিজের নবম ওভারের দ্বিতীয় বল করেই চোটে পড়ে উঠে যান মাঠ থেকে। আর বোলিং না করলেও পরে ফিল্ডিংয়ে ফিরে নিয়েছিলেন দুর্দান্ত একটা ক্যাচ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে তানজিম বল করেছেন পুরো ১০ ওভারই, ৬৫ রানে নেন ১ উইকেট।