ওমানে তেলের জাহাজ ডুবে নিখোঁজ ১৬ | চ্যানেল আই অনলাইন

ওমানে তেলের জাহাজ ডুবে নিখোঁজ ১৬ | চ্যানেল আই অনলাইন

ওমানে তেলের জাহাজ ডুবে নিখোঁজ ১৬ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওমানের উপকূলে একটি তেলের জাহাজ ডুবে ক্রু সদস্যসহ ১৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ১৬ জনের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক। জাহাজে উপস্থিত তিনজন ক্রু শ্রীলঙ্কান ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তেলবাহী জাহাজটি বন্দর শহর ডুকম থেকে ২৫ মাইল দক্ষিণ-পূর্ব দিকে ডুবে যায়। ওমানের ডুকম বন্দরটি সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত।

জাহাজটিকে প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়। জাহাজের নিখোঁজ সবাইকে উদ্ধারের চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। তেলবাহী জাহাজটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল।

Scroll to Top