ওবামার শাশুড়ি মারিয়ান রবিনসন মারা গেছেন – DesheBideshe

ওবামার শাশুড়ি মারিয়ান রবিনসন মারা গেছেন – DesheBideshe

ওয়াশিংটন, ০১ জুন – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাশুড়ি ম্যারিয়েন রবিনসন স্থানীয় সময় শুক্রবার মারা গেছেন। তার পরিবার এ খবর জানিয়েছে। ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর।

মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, আমাদের তাকে প্রয়োজন ছিল।

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।

২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।

হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও জৌলুশ তাকে খুব বেশি টানত না। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যু বরণ করেন। পরিবারের কেউ জানে না তাকে ছাড়া কীভাবে বাঁচবেন।

ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ জুন ২০২৪

Scroll to Top