ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, পাল্টা টুইটার কেনার প্রস্তাব

ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, পাল্টা টুইটার কেনার প্রস্তাব

ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্যাম অল্টম্যানের সাথে ওপেনএআই এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু কোম্পানিটি যাত্রা শুরু করার আগেই মাস্ক সেখান থেকে চলে যান।

মাস্কের এমন প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’

তবে মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।

মাস্ক গত বছরের আগস্টে অল্টম্যান এবং অন্যদের বিরুদ্ধে মামলা করেন। দাবি করেছেন, তারা এআইকে এগিয়ে নেওয়ার জন্য জনসাধারণের মঙ্গলের চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিয়ে চুক্তির বিধান লঙ্ঘন করেছেন। নভেম্বরে, তিনি একজন মার্কিন জেলা বিচারকের কাছে ওপেনএআইকে লাভজনক কাঠামোতে রূপান্তরিত হতে বাধা দেওয়ার জন্য প্রাথমিক নিষেধাজ্ঞা চেয়েছিলেন।

Scroll to Top