এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেছি।
আজ (১৭ মার্চ) সোমবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা চেয়েছি তাদের কাছে। বিভিন্ন দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে। প্রবাসীদের ভোটের জন্য তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছি।
তবে মন্দের ভালো খুঁজে বের করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বড় আকারে প্রবাসীদের ভোট করতে চাইলে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে।
তিনি বলেন, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান জানিয়েছেন, নির্বাচন সংক্রান্তসহ অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে তার দেশ।
যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি।