এ দলে বিভেদ, ও দলে ভাঙন, এভাবেই কি চলবে রাজনীতি

এ দলে বিভেদ, ও দলে ভাঙন, এভাবেই কি চলবে রাজনীতি

এরশাদের ছোট ভাই জি এম কাদেরই এর উত্তরাধিকার বহন করছেন। জি এম কাদেরপন্থীরা রওশনপন্থীদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন জাপার নাম, প্রতীক ও প্যাড অবৈধভাবে ব্যবহারের অভিযোগে।

রাজনৈতিক দল চলে নীতি, আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে। কিন্তু যদি কোনো দল সেই নীতি, আদর্শ ও কর্মসূচি পরিত্যাগ করে সুবিধাবাদকেই একমাত্র মোক্ষ ভাবে, তাহলে সেই দলের যা হওয়ার কথা, সেটাই জাতীয় পার্টির ক্ষেত্রে ঘটছে। নব্বইয়ের পর জাতীয় পার্টি বহু ভাগে বিভক্ত হয়েছে। এরশাদ বেঁচে থাকতেই আনোয়ার হোসেন মঞ্জু, কাজী জাফর আহমদ ও নাজিউর রহমান মঞ্জুর আলাদা জাতীয় পার্টি করেছিলেন। সেসব উপধারা এখনো আছে।

জাতীয় পার্টি নতুন করে ভাগ হলে উপধারা বা ভাগের সংখ্যা বাড়বে। তবে জাতীয় রাজনীতিতে কোনো পরিবর্তন নিয়ে আসবে, সে কথা কেউ বিশ্বাস করেন না। বরং ক্ষমতাসীন দল এক উপধারার বিরুদ্ধে অন্য উপধারাকে ব্যবহার করতে পারবে; যা জাতীয় পার্টির জন্য আরও ক্ষতিকর হবে।

● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি

[email protected]

Scroll to Top