এসির সামনে ঘুমিয়ে ডাক্তার, রক্তক্ষরণে রোগীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এসির সামনে ঘুমিয়ে ডাক্তার, রক্তক্ষরণে রোগীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের উত্তর প্রদেশের মেরঠে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ (২৯ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হাসপাতালের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, জরুরি বিভাগের চিকিৎসকরা এসির সামনে ঘুমিয়ে আছেন, আর একজন রোগী স্ট্রেচারে কাতরাচ্ছেন ও রক্ত ঝরছে।

সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে পুলিশ এলএলআরএম মেডিকেল কলেজে নিয়ে আসে। আহত ব্যক্তির নাম সুনীল। হাসপাতালে আনার সময় থেকেই তার পা থেকে রক্তপাত হচ্ছিল এবং তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির নিচে চেয়ার টান দিয়ে ঘুমিয়ে আছেন, তার একটি পা টেবিলের ওপরে রাখা। একজন নারী শিশুকে কোলে নিয়ে প্রেসক্রিপশন হাতে চিকিৎসককে ডাকছেন, কিন্তু কোনো সাড়া নেই। পাশে একটি বেডে সুনীল পড়ে আছেন, তার পা দিয়ে রক্ত ঝরছে।

ওই সময় জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাসপাতালে আসেন এবং সুনীলকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।

তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুনীল মঙ্গলবার সকাল ৭টায় মারা যান। পরিবার দাবি করেছে, চিকিৎসায় অবহেলার কারণেই সুনীলের মৃত্যু হয়েছে। যদিও ড. জিন্দাল দাবি করেন, রোগীর অবস্থা প্রথম থেকেই সংকটজনক ছিল।

পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে ২ জন জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকেত কর্তব্যে থাকলেও ঘুমিয়ে ছিলেন এবং চিকিৎসা করেননি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মেরঠ জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top