এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রথমে ফিটনেস ট্রেনিং তারপর ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ অক্টোবর থেকে। ২০ আক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে।

জাতীয় দলে খেলছেন এবং আশেপাশে থাকা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। কয়েকজন ব্যাকআপও রাখা হয়েছে দলে। উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানরা আছেন দলে। দলে অনিয়মিত হয়ে পড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদেরও ডাকা হয়েছে দলে।

এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর, টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইতে আর বাকি ৮টি আবুধাবিতে।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

Scroll to Top