এশিয়ান কাপে ভারত-ইরানের পটে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান কাপে ভারত-ইরানের পটে বাংলাদেশের মেয়েরা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে এই মাসের শেষভাগে। ড্রয়ের আগে কোন দল কোন পটে পড়েছে, সেটাই প্রকাশ করল এশিয়ান ফুটবল ফেডারেশন। সেখানে দেখা গেছে, ভারত ও ইরানের সঙ্গে ৪ নম্বর পটে আছে বাংলাদেশ।

র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে ১২ দলকে ৪ পটে রাখা হয়েছে। ১ নম্বর পটে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। ২ নম্বর পটে জায়গা করে নিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

৩ নম্বর পটে আছে ফিলিপাইনস, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। ৪ নম্বর পটে আছে ইরান, ভারত ও বাংলাদেশ।

১২ দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে থাকবে তিনটি গ্রুপ। প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চার গ্রুপের সেরা দুই তৃতীয় দলও পৌঁছে যাবে শেষ ৮ এ।

কোয়ার্টার ফাইনালে থেকে সেরা ৬ জন সরাসরি খেলবে আগামী নারী ফুটবল বিশ্বকাপে। শেষ দুই দলের সামনেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে। তারা আন্তমহাদেশীয় বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পেতে পারে।

৪ নম্বর পটে থাকায় গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। ২৯ জুলাই সিডনির হারবারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ড্র। ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের এবারের আসর।

Scroll to Top