এমবাপের প্রথম হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল রিয়াল

এমবাপের প্রথম হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ০৯:০৭

রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন এমবাপে

অনেক নাটকের পর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি। রিয়ালের হয়ে বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও একবারও হ্যাটট্রিকের দেখা পাননি কিলিয়ান এমবাপে। অবশেষে ঘুচল তার সেই আক্ষেপ। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন এমবাপে। তার হ্যাটট্রিকেই ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল রিয়াল।

ভায়াদোলিদের মাঠে শুরু থেকেই দাপট ছিল মাদ্রিদের। বারবার আক্রমণ সাজিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না রিয়ালদের ফরোয়ার্ডরা। অবশেষে ৩০ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন এমবাপে। জুড বেলিংহামের পাসে বল পেয়ে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন এমবাপে। হাফ টাইমের  আগে আর গোল না হওয়ায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলেছে রিয়াল। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এই গোলে অ্যাসিস্ট ছিল রদ্রিগোর। ম্যাচের অন্তিম মুহূর্তে ক্লাবের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান এমবাপে। ৮৯ মিনিটে বেলিংহামকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকেই গোল করেই হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে
রিয়াল মাদ্রিদ
হ্যাটট্রিক

Scroll to Top