এবার মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী | চ্যানেল আই অনলাইন

এবার মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর এবার দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপি জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা।

মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোটের নিন্দা করেন রাজোয়েলিনা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি। এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়।

এরআগে, গত রোববার (১২ অক্টোবর) চলমান জেন-জি বিক্ষোভের মুখে দেশ থেকে পালান মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। সোমবার তার এই দেশ পালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

Scroll to Top