এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল। আসন্ন জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে রোববার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (২০ সেপ্টেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, একটি বিবৃতিতে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। যা আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচারের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে অধিকাংশই পূর্ব ইউরোপের দেশ, যারা এক সময় কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। এছাড়া সুইডেন ও সাইপ্রাসও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
পর্তুগালের প্রতিবেশী স্পেন ২০২৪ সালের মে মাসে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। তবে তখন পর্তুগাল বিষয়টি আরও সময় নিয়ে বিবেচনার কথা জানিয়ে সতর্ক অবস্থান নেয়। তারা জানায়, ইইউভুক্ত অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে যুক্তরাজ্য সফরকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্তুগাল গুরুত্ব সহকারে বিবেচনা করছে।