এবার ইয়েমেনে ইসরায়েলের হামলা | চ্যানেল আই অনলাইন

এবার ইয়েমেনে ইসরায়েলের হামলা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, আইডিএফ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ফাইটার জেট, রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমানসহ দেশটির বিমানবাহিনীর মাধ্যমে ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

GOVT

হামলার শিকার বিদ্যুৎকেন্দ্র এবং সমুদ্র বন্দরটি তেল আমদানিতে ব্যবহৃত হত বলে জানিয়েছে আইডিএফ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে হোদেইদাহতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। হামাসকে সহযোগিতা করতে এরপরের দিন এগিয়ে আসেন হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এছাড়া এতে যোগ দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও।

তারা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে প্রথমে হামলা চালানো শুরু করে। এরপর যুদ্ধের তীব্রতা বাড়ার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে।

Scroll to Top