এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে “মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা” শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে, সরকার তাদেরকে নিয়ে সফরে গিয়েছে। অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারেই ছিল। এখানে সরকার ব্যার্থ।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ।

Scroll to Top