সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ছয় বছরের জন্য টাকা জমা রাখলে ১২ দশমিক ২৫ শতাংশ সুদ দিচ্ছে। আমানতে এ রকম বা এর কাছাকাছি সুদ দিচ্ছে আরও কিছু ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি এক বছর মেয়াদি আমানতে ১০ শতাংশ, লংকাবাংলা সাড়ে ১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মেরিডিয়ান ফাইন্যান্স ৭ বছরে টাকা দ্বিগুণ ও ১১ বছরে টাকা তিন গুণ করার প্রতিশ্রুতি দিয়ে টাকা জমা নিচ্ছে।
প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত সুদহারের হালনাগাদ তথ্য পাওয়া যায়। আপনি চাইলে নিকটস্থ ব্যাংক শাখাতেও খোঁজ নিতে পারেন। এতেও মিলতে পারে বাড়তি সুদের খোঁজ।
ব্যাংকার মেহমুদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ব্যাংক এশিয়া, এনআরবি ও সর্বশেষ ন্যাশনাল ব্যাংকে কাজ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, একটি ব্যাংক সব আমানত বেশি সুদে নেয় না। আমানতের ঝুড়িতে কিছু হয় বেশি সুদের, কিছু কম সুদের। এভাবে ভারসাম্য করে যারা প্রতিষ্ঠানের দায় ও সম্পদের ব্যবস্থাপনা করতে পারে, সেই প্রতিষ্ঠানই ভালো। সাধারণত যাদের কম সুদের আমানত বেশি, তারা ভালো প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এখন উচ্চ সুদে টাকা ধার করছে। এ জন্য ব্যাংকের সুদও বেড়ে যাচ্ছে। আবার ব্যাংকের ঋণ আদায় কমে গেছে। ডলারের কারণে টাকারও সংকট চলছে। সরকারি আমানতও এখন সেভাবে পাওয়া যাচ্ছে না। এসব কারণে কোনো কোনো ব্যাংক কিছু পণ্যে উচ্চ সুদে টাকা ধার করছে।