অনূর্ধ্ব–১৭ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এবার বৃত্ত পূরণের সুযোগটা কাজে লাগাতে পারেননি মেয়েরা। এর আগে ২০২৩ সালে অনূর্ধ্ব–১৭ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছিল আমন্ত্রিত দল রাশিয়া।
এবার নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩–১ গোলে হারায় বাংলাদেশ। আজ সেই ভুটানের সঙ্গে ড্র করেই থেমে গেছে তাদের স্বপ্নযাত্রা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে আক্রমণ শাণিয়ে ডি-বক্সের বাইরে থেকে লং শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মারমা।