স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটা দারুণ কেটেছিল মোহাম্মদ শামির। কিন্তু বিশ্বকাপের পরপরই গোড়ালির চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই ডানহাতি পেসার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দলে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে শামিকে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে নেই জাসপ্রিত বুমরাহ, রিশাভ প্যান্টরা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছে রমনদীপ, জিতেশ শর্মা, আভেশ খান, ইয়াশ দয়ালরা। শামির সাথে দলে ফেরানো হয়েছেন নিতিশ রেড্ডি, হারশিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরকে।
গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচার করেছেন শামি। মাঠে ফিরেছেন গত নভেম্বরে। লম্বা সময় খেলার বাইরে থাকলেও মুশতাক আলী ট্রফিতে বেঙ্গল দলের হয়ে ৯ ম্যাচে ১১ নিয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফিতেও ৭ ম্যাচে নেন ৫ উইকেট। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন শামি। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর আর ক্রিকেটের শর্টার ফরম্যাটে ভারতের জার্সিতে তাকে আর দেখা যায়নি। ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন মাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা একাদশে জায়গা পেলে দুই বছর পর তার প্রত্যাবর্তন হবে এই ফরম্যাটে।
সারাবাংলা/জেটি