এক পরিবারের ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা | চ্যানেল আই অনলাইন

এক পরিবারের ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা | চ্যানেল আই অনলাইন

কানাডায় এক পরিবারের ৪ জন শিশু এবং তাদের মাসহ ৬ জনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। কিছুদিন আগেই তারা কানাডায় গিয়েছিলেন।

আজ ৮ মার্চ শুক্রবার বিবিসি জানিয়েছে, কানাডার রাজধানী অটোয়ার বারহাভেনের ১টি বাড়ির ভেতরে গত বুধবার নিহতদের মরদেহ পাওয়া গেছে। ওইদিন রাত ১১টার দিকে জরুরি ফোন পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন পুরুষ আছেন। এছাড়াও আছেন ৩৫ বছর বয়সী একজন নারী এবং তার ৭, ৪, ২ বছর এবং ২ মাস বয়সী শিশু। শিশুদের বাবাও এই হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কানাডার পুলিশ প্রধান জানিয়েছেন, এই ঘটনায় ফেব্রিও ডি-জয়সা নামে শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীকে ​​গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার ৬টি এবং হত্যা চেষ্টার ১টি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Reneta April 2023

অভিযুক্ত জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাদের বাড়িতেই বসবাস করছিলেন বলেও জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে পুলিশ।

এই হত্যাকাণ্ডকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ঘটনায় তিনি বেশ আতঙ্কিত।

Scroll to Top