এক নজরে অধিনায়ক জস বাটলার

এক নজরে অধিনায়ক জস বাটলার

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫ ১৫:০২

জস বাটলার

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই হারে বিদায় ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন এই ডানহাতি ব্যাটার। শেষবার ইংল্যান্ডের হয়ে টস করতে এসে জিতেছেন বাটলার, নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

ইওন মরগানের জায়গায় ২০২২ সালের জুনে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক করা হয় বাটলারকে। সেবার পূর্ণ দায়িত্ব পেয়ে ২০২২ সালের দলকে জেতান টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর অবশ্য আইসিসি ইভেন্টগুলোতে ইংল্যান্ড তেমন কোনো সাফল্য পায়নি। ২০২৩ বিশ্বকাপে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে, ভারতের মাটিতে সেই আসরে প্রথমবার হারে আফগানিস্তানের বিপক্ষে। মাঝের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের চ্যাম্পিয়নস ট্রফি; সবখানেই বাটলারের ইংল্যান্ডের মলিন দশা।

বাটলারের অধীনে এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডে খেলেছে ইংল্যান্ড, জিতেছে ১৫টিতে, হেরেছে ২৫টিতে, আর পরিত্যক্ত হয়েছে একটি। টি-টোয়েন্টিতে অবশ্য বাটলারের রেকর্ড বেশ ভালো। ৫১ ম্যাচের ২৬টিতেই জয় পেয়েছেন বাটলার, হেরেছে ২২টিতে।

৪৫ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১০ ফিফটি আর এক সেঞ্চুরিতে বাটলারের সংগ্রহ ১৩৯২ রান, ব্যাটিং গড় ৩৫.৫৯। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাটলারের চেয়ে বেশি রান অবশ্য ইংল্যান্ডের কেউ করতে পারেননি এখনও। ৫১ ম্যাচের ৪৮ ইনিংসে তার সংগ্রহ ১৫৬৬ রান। ১২ ফিফটি, ১৫১.৮৯ স্ট্রাইকরেট।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
জস বাটলার

Scroll to Top