২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ভুঁয়া ও নকল ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছে মেটা। ভুয়া লাইক/কমেন্ট বন্ধ করাসহ ফেসবুকের কনটেন্টের মানউন্নয়নে এই পদক্ষেপ নিয়েছে তারা। মেটা এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলেও জানিয়েছে।
আজ রোববার (২০ জুলাই) ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মেটার তথ্য অনুযায়ী, এই অভিযানের প্রধান লক্ষ্য বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নকল অ্যাকাউন্ট অপসারণ করা, স্প্যাম/গুজব কন্টেন্ট এবং ভুয়া লাইক/কমেন্ট বন্ধ করা। এই উদ্দেশে বছরের শুরু থেকে মেটা বড় কন্টেন্ট নির্মাতাদের নামে ভুঁয়া ১ কোটি প্রোফাইল সরিয়ে দিয়েছে।
ফেসবুক সাপোর্ট পেজ ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট ফিরে পাবার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে। ব্যবহারকারীদের ১৮০ দিনের মধ্যে তাদের অ্যাকাউন্ট স্থগিতের বিরুদ্ধে আপিল করতে হবে। আপিল না করা হলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে গ্রাহকের অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করা হয়েছে কিনা, তা একটি ইমেলের মাধ্যমে জানানো হবে।
মেটা জানিয়েছে, অনুসন্ধানে ৫ লাখ অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে, যারা ভুয়া লাইক/ কমেন্টের সাথে যুক্ত ছিলো। মেটা এ ধরনের কাজ আরো চালিয়ে যেতে চায়। ফেসবুক এমন একটি জায়গা হতে চায় যা কন্টেন্ট সমৃদ্ধ হবে এবং যেখানে নির্মাতারা তাদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার জন্য পুরস্কৃত হবে।
ব্যবহারকারীদের জন্য মেটার পরামর্শ হলো, যদি আপনার অ্যাকাউন্ট সক্রিয় ও নীতিমালা মেনে চলে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে ফেসবুকের আপডেটেড কমিউনিটি গাইডলাইন মেনে চলা জরুরি।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষের দিকে গুগল যখন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার ইমেইল পাঠিয়েছিল,তখন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। কারণ কোনো ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতে চায় না। তবে ফেসবুকের ক্ষেত্রে এই সক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার ঘটনা ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।