একসঙ্গে রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন – DesheBideshe

একসঙ্গে রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন – DesheBideshe

কিয়েভ, ১৮ ফেব্রুয়ারি – রাশিয়ার ভয়ংকর তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ বিমান ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক এ দাবি করেছেন। খবর রয়টার্সের।

বিমানবাহিনীর প্রধান বলেন, সেনারা রাশিয়ার এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার ভূপাতিত করেছে।

টেলিগ্রামে তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যোদ্ধারা একসঙ্গে শত্রুদের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে দুটি এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান।

বিমানবাহিনীর প্রধান এ দাবি করলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে দেশটির এ বিমান বিধ্বস্তের ফলে রাশিয়ার ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমা বিশ্বের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে ইউক্রেন। দেশটি সম্মুখসারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে এমন মোতায়েন করে আসছে।

এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইউক্রেন। ওই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা রাশিরার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর এগুলো ব্যবহার করে ইউক্রেন এ সাফল্য পেয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও তখনও সেই দাবির সত্যতার যাচাই করতে পারেনি রয়টার্স।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top