একদিনের ব্যবধানে করোনায় শনাক্ত বাড়ল দ্বিগুণ

একদিনের ব্যবধানে করোনায় শনাক্ত বাড়ল দ্বিগুণ

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা থেকে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। যা একদিনের ব্যবধানে দ্বিগুন। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২১৭ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৪ জনে।

এর আগে, গতকাল বুধবার ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Scroll to Top