একটু দয়া করুন, হার মেনে নিন – DesheBideshe

একটু দয়া করুন, হার মেনে নিন – DesheBideshe

ইসলামবাদ, ০৯ ফেব্রুয়ারি – পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রুবার (৯ ফেব্রুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দলটি এ বার্তা পোস্ট করে।

পিটিআই তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘একটু দয়া করুন, হার মেনে নিন। পাকিস্তানের জনগণ কখনও আপনাকে মেনে নেবে না। একজন গণতন্ত্রী হিসেবে কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার সূবর্ণ সুযোগ এটি। দিন-দুপুরে ডাকাতি প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান! পিটিআই জিতছে, রায়কে সম্মান জানান।’

এর আগে পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির সঙ্গে জোট সরকার গড়তে অস্বীকৃতি জানিয়ে বক্তব্য দেয় পিটিআই। দলটির চেয়ারম্যান গহর আলী খান বলেন, আমরা পিএমএল-এন ও পিপিপির সঙ্গে যোগাযোগ করছি না। আমরা কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করব।

এদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচনে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া শেষ খবরে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, ১৭১টি আসনের মধ্যে ৭৪টিতেই জিতেছে তারা।

নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন। দলটি আসন পেয়েছে ৫০টি। এরপর রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তারা জিতেছে ৪০টি আসনে। অন্য সাতটি আসনে জিতেছে বাকি দলগুলো।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top