একটি মহল দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ চক্রান্ত মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে, তার ‘রাজনৈতিক দাফন’ হয়েছে দিল্লিতে।
তিনি বলেন, জনগণের শক্তিকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। অনেকে নতুন নতুন বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা ইতিবাচক।
তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনের সময় পিছিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন বা অস্থিরতা তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করেন, তবে সেটি ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার প্রয়াস মাত্র।
সালাহউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই মাসের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ না আসে, তাহলে এর দায় থাকবে ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর।