দেশের একটি বিতর্কিত শিল্প গ্রুপের প্রধান পার্শ্ববর্তী দেশে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার ১৪ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে বিশেষ বৈঠক করেছেন তিনি।
বৈঠকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, দেশে নির্বাচন বানচালের নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ফলপ্রসু হয়েছে।